শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ - ২১:৫৫
পছন্দনীয় দৈনন্দিন জীবনের  জন্য ইমাম আলী (আ.)’র উপদেশ

হাওজা / মানুষের সঙ্গে উত্তম আচরণ করার মাধ্যমেই উত্তম আচরণ প্রাপ্তির পথ সুগম হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মানুষের নিকট থেকে সুন্দর কথা শুনতে ও পছন্দনীয় আচরণ পেতে চাইলে প্রথমে নিজেকেই মানুষকে সুন্দর কথা বলতে হবে এবং পছন্দনীয় ও উত্তম আচরণ করতে হবে।

আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,

أجمِلُوا في الخِطابِ تَسمَعُوا جَميلَ الجَوابِ.

(মানুষকে) সুন্দর ও পছন্দনীয় কথা বলো, যাতে (তাদের থেকে) সুন্দর ও পছন্দনীয় জবাব শুনতে পাও।

[গুরারুল হিকাম, হাদীস- ২৫৬৮]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে পরস্পরের সাথে উত্তম আচরণ করার তাওফিক দান করুক।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha